দেশের বাজারে স্বর্ণের দাম টানা দুই দফা বৃদ্ধির পর কিছুটা কমেছে। সর্বোচ্চ মানের ২২ ক্যারেট স্বর্ণের ভরিপ্রতি (১১.৬৬৪ গ্রাম) দাম ১,৭৭৩ টাকা কমে বর্তমানে ১ লাখ ৩৮ হাজার ৪৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানায়। এর আগে, ১০ এবং ১২ ডিসেম্বর দুই দফায় স্বর্ণের দাম বাড়িয়েছিল বাজুস।
বাজুস জানায়, নতুন এই দাম রোববার (১৫ ডিসেম্বর) থেকে কার্যকর হবে। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১,৭৭৩ টাকা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৩৮ হাজার ৪৯৮ টাকায়। ২১ ক্যারেটের স্বর্ণের ভরিপ্রতি দাম ১,৭০৩ টাকা কমে ১ লাখ ৩২ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া, ১৮ ক্যারেটের স্বর্ণের দাম ১,৪৫৮ টাকা কমে ১ লাখ ১৩ হাজার ৩১৬ টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রস্তুত এক ভরি স্বর্ণের দাম ১,২৩৭ টাকা কমে ৯৩ হাজার ২০ টাকায় নির্ধারণ করা হয়েছে।
অপরদিকে, স্বর্ণের দামে পরিবর্তন হলেও রূপার দামে কোনো পরিবর্তন আসেনি। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম ২ হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেট ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম ১ হাজার ৫৮৬ টাকা অপরিবর্তিত রয়েছে।