বিএনপির প্রশাসন সংস্কার কমিটি প্রশাসনে পেশাদারিত্বের ভিত্তিতে নিয়োগ ও পদোন্নতির প্রস্তাব দিয়েছে।
রোববার (১৫ ডিসেম্বর) সচিবালয়ে জনপ্রশাসন সচিবের সঙ্গে সাক্ষাৎ করে এই প্রস্তাব জমা দেন বিএনপি
চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ। প্রস্তাবে প্রশাসনকে নতুনভাবে সাজানোর
সুপারিশ করা হয়েছে।
সুপারিশে বলা হয়েছে, প্রতিটি নির্বাচনের তিন মাস আগে প্রশাসনের সর্বস্তরে পরিবর্তন আনা প্রয়োজন।
ডিসি ফিট লিস্ট প্রণয়ন করতে হবে। দীর্ঘদিন ধরে একই পদে কিংবা একই স্থানে কর্মরত থেকে যারা সিন্ডিকেট
তৈরি করেছেন, তাদের বদলি করতে হবে।
এছাড়া, পূর্ববর্তী সরকারের সুবিধাভোগী হয়ে যারা প্রশাসনের অভ্যন্তরে ঘাপটি মেরে বসে আছেন,
তাদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছে।
এ বিষয়ে ইসমাইল জবিউল্লাহ বলেন, প্রশাসন থেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সহযোগীদের অপসারণ
করতে হবে। প্রশাসনে দলীয় নয়, বরং যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়া উচিত। একই স্থানে বছরের পর
বছর ধরে কর্মরতদের বদলি করা আবশ্যক।