এই মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে আলোচিত নামগুলোর একটি হচ্ছেন রিপন মিয়া। পেশায় তিনি একজন কাঠমিস্ত্রি হলেও বিনোদনমূলক কনটেন্ট তৈরি করে রাতারাতি তারকাখ্যাতি পেয়েছেন তিনি । ফেসবুকে ২০১৬ সালে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে রিপন মিয়া যাত্রা শুরু করেন ।
সম্প্রতি রিপন মিয়াকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। তাকে নিয়ে নেটিজেনদের মাঝে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। এবার তাকে নিয়ে দীর্ঘ এক পোস্ট দিয়েছেন ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক।
তিনি পোস্টে বলেন,
“নিজের বাবা-মাও স্বার্থে আঘাত লাগলে তার সন্তানকে টেনে নামাতে পারে। কত খারাপ কিংবা কত ভালো রিপন মিয়া , সেটা নিয়ে তো আমরা সবাই কথা বলছি, কিন্তু আমরা কি মুদ্রার অপর পিঠ দেখছি ? তার বাবা-মা একবারও তার সন্তানের সম্মানের কথা একবারও ভাবলেন না।
মোবাইলে মিডিয়ার চাকচিক্য যতটা দেখা যায়, ততটা আসল জীবনে নাও হতে পারে। রিপন মিয়ার বিভিন্ন স্পনসর্ড ও তার ঘোরাফেরা দেখে তাকে অঢেল সম্পদশালী মনে করার কোনো কারণই নেই।
নিজের বাবা-মা, নিজের ছেলের সামান্য উন্নতিতে খুশি হতে পারছেন না তাহলে কিভাবে আশা করি আমাদের সমাজ, আশেপাশের মানুষ, আমাদের সফলতায় বা অর্জনে আনন্দে আটখানা হয়ে যাবে?”