ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) স্টার্টআপ xAI-তে প্রায় ২ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে SpaceX । এটি হচ্ছে একটি মোট ৫ বিলিয়ন ডলারের ইক্যুইটি রাউন্ড-এর অংশ হিসেবে এসেছে বলে গত শনিবার এক প্রতিবেদনে জানায় ওয়াল স্ট্রিট জার্নাল ।
xAI সম্প্রতি মাস্কেরই মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম X (সাবেক টুইটার) এর সঙ্গে একীভূত হয়েছে। এই একীভবনের ফলে xAI এবং X-এর সম্মিলিত মূল্য এখন দারিয়েছে ১১৩ বিলিয়ন ডলার। এই প্রতিবেদনে আরও বলা হয়, xAI-এর তৈরি Grok চ্যাটবট এখন ব্যবহৃত হচ্ছে Starlink গ্রাহক সহায়তা সিস্টেমে এবং ভবিষ্যতে এটি Tesla’র Optimus রোবটে সংযুক্ত করার পরিকল্পনাও রয়েছে।
একজন ব্যবহারকারী X-এ মাস্ককে প্রশ্ন করেন, টেসলাও কি xAI-তে বিনিয়োগ করতে পারে? জবাবে মাস্ক বলেন, “এটি চমৎকার হবে, তবে বোর্ড এবং শেয়ারহোল্ডারদের অনুমোদনের ওপর নির্ভরশীল।” তবে তিনি স্পেসএক্সের বিনিয়োগ নিয়ে জার্নালের প্রতিবেদনের সত্যতা নিশ্চিত বা অস্বীকার করেননি।
SpaceX, xAI ও Tesla ; এই তিন প্রতিষ্ঠানই এখনো বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। রয়টার্সও স্বাধীনভাবে জার্নালের প্রতিবেদনের সত্যতা নিশ্চিত করতে পারেনি।
Grok চ্যাটবট নিয়ে সাম্প্রতিক কিছু বিতর্ক থাকলেও, ইলন মাস্ক একে “বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান AI” বলে দাবি করেছেন। তিনি জানিয়েছেন, xAI এখনো মডেল ট্রেনিং ও অবকাঠামো নির্মাণে বিপুল বিনিয়োগ করছে।