১৫ জুন ২০২৫:
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন।
কোনো রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতিত্ব না করে সবার জন্য ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, “আমরা সেখানে কাজ করব রেফারির মতো যারা খেলবে খেলুক, যারা জিতবে জিতুক।”
আজ রোববার ঈদুল আজহার ছুটি শেষ হলে প্রথম কর্মদিবসে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অন্যান্য সদস্যদের সাথে আলাপকালে এ মন্তব্য করেন সিইসি।
লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করার অঙ্গীকার জানিয়ে সিইসি বলেন,
“এমন একটি পরিবেশ তৈরি করা আমাদের দায়িত্ব হবে , যেখানে সমান সুযোগ পাবে সবগুলো রাজনৈতিক দল। নির্বাচন কমিশনের কেউ যেন কোনো দলের হয়ে কাজ না করেন, সেটিই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। নির্বাচন নিয়ে মানুষের আস্থা আবার ফিরিয়ে আনতে হবে।”
তিনি সেখানে আরও বলেন, “অনেকে প্রশ্ন তোলে যে কতটা নিরপেক্ষ এই নির্বাচন কমিশন ? সে প্রশ্নের জবাব দেয়াই হবে আমাদের কাজ হবে । সে জন্য আমাদের হতে হবে দলনিরপেক্ষ, দৃঢ় এবং পেশাদার আচরণ ।”
নির্বাচন প্রস্তুতির বিষয় অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে সিইসি নাসির উদ্দিন জানান,
“অনেকটাই এগিয়েছে নির্বাচনের প্রস্তুতির কাজ । আমাদেরকে দ্রুত সম্পন্ন করতে হবে বাকি কাজগুলো । আমরা ভোটের তফসিল সময়মতো ঘোষণা করব। এই তফসিল প্রকাশ করা হবে ভোটের তারিখ নির্ধারণের অন্তত দুই মাস আগেই।”
তরুণদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে সিইসি বলেন,
“যতটা সম্ভব তরুণদেরকে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করা হয়েছে। এজন্য বিবেচনায় রয়েছে প্রয়োজনীয় আইন সংস্কারের প্রস্তাবও ।”
তিনি বলেন, “একটি সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা আমাদের মূল লক্ষ্য । মেনে নেওয়া হবে না কোনো ধরণের অনিয়ম বা কারো বিস্তার করা প্রভাব । ইসির প্রতিটি কর্মকর্তা-কর্মচারীকে সেই লক্ষ্য সামনে রেখে তাদের নিজ দায়িত্ব পালন করতে হবে।”
তিনি প্রশাসনিক দৃঢ়তা এবং সমন্বয়ের উপর গুরুত্ব দিয়ে বলেন, “একার পক্ষে এই কাজ সম্ভব নয়। এই কাজ সবাইকে একসঙ্গে নিয়ে করতে হবে।”
Tasin/DBN