আজ ১৫ মার্চ রোজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আয়োজিত কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ছাত্রদলের কাজ হবে সাধারণ শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা করা, কারও লেজুড়বৃত্তি করা নয়। তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠায় ও মেধা বিকাশে কাজ করছে ছাত্রদল এবং ভূমিকা রাখছে ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে । প্রতিযোগিতায় ৬টি বুথের মাধ্যমে অংশগ্রহণ চলছে, টিএসসিতে বিজয়ীদের পুরস্কৃত করা হবে আগামী ১৮ মার্চ ।