আজ শনিবার রাজধানীতে জাতিসংঘ কান্ট্রি টিমে আলোকচিত্র প্রদর্শনীর প্রথম দিনে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস পরিদর্শন করেছেন নতুন জাতিসংঘ সাধারণ ভবন ।
তিনি এসময় পরিদর্শন করেন এর অফিস প্রাঙ্গণ এবং ঘুরে দেখেন জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ লাভের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোকচিত্রী প্রদর্শনী । এছাড়া সেখানে তিনি জাতিসংঘের পতাকা উত্তোলন করেন।
আন্তোনিও গুতেরেস বলেন, জাতিসংঘ সবসময়ই পাশে রয়েছে বাংলাদেশের সকল গুরুত্বপূর্ণ সময়ে এবং সেইসঙ্গে আশ্রয় নেওয়া বিপুল সংখ্যক রোহিঙ্গা সমস্যার সম্ভাব্য সবকিছু করার জন্য ।