লিবারেল পার্টির প্রধান ও অর্থনীতিবিদ মার্ক কার্নি আজ ১৪ মার্চ শুক্রবার শপথ নিলেন কানাডার ২৪তম প্রধানমন্ত্রী হিসেবে । তিনি অটোয়ার রিডো হলে আয়োজিত অনুষ্ঠানে শপথ নেন ইংরেজি ও ফরাসি ভাষায় ।কার্নি শপথ শেষ হলে বলেন, ” কখনোই আমেরিকার অংশ হবে না এই কানাডা।” নতুন মন্ত্রিসভাও শপথ গ্রহণ করে তার নেতৃত্বে ।
৫৯ বছর বয়সী এই কার্নিকে প্রধানমন্ত্রী হিসেবে পার্টির অভ্যন্তরীণ ভোটের মাধ্যমে মনোনীত করা হয়।