আগামী ১৭ ফেব্রুয়ারি রোজ সোমবার নয়াদিল্লিতে শুরু হচ্ছে বাংলাদেশ ও ভারতের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে চারদিনব্যাপী দ্বিপাক্ষিক সীমান্ত সম্মেলন ।এই সম্মেলনে মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বিজিবি নেতৃত্ব দেবেন , আর বিএসএফের নেতৃত্বে ডিজি দলজিৎ সিং চৌধুরী থাকবেন ।
এতে আলোচনা হবে উত্তেজনা রোধ, সীমান্তে বেড়া নির্মাণ, অবকাঠামো উন্নয়ন ও সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে। এটি শেখ হাসিনা সরকারের পতনের পর দু’পক্ষের প্রথম শীর্ষ পর্যায়ের বৈঠক। ২০২৪ সালের মার্চে সর্বশেষ সীমান্ত সম্মেলন ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল।