বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক জানান, ভারতের সঙ্গে উগ্রবাদী আচরণ করে এ দেশের উন্নয়ন কখনোই সম্ভব নয়।
আজ ১৫ জানুয়ারি (বুধবার ) ফজলুল হক এ কথা বলেন সকালে রাজধানীর প্রেসক্লাবে অনুষ্ঠিত ‘২৪ গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র ও জাতীয় ঐক্য শীর্ষক আলোচনা সভায় ।
তিনি বলেন যে ,ভারত চারদিক থেকে বাংলাদেশকে ঘিরে আছে। আমাদের বাস্তবতা বুঝতে হবে।
আবুল কাশেম ফজলুল হক বলেন, কিছু সংস্কার করে কিছু বিষয় সংশোধন করতে হবে এবং রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে নতুন করে ঘোষণাপত্র তৈরি করতে হবে। সব ক্ষেত্রে আবেগ দিয়ে কাজ না করে যৌক্তিক বিষয়গুলো সামনে আনতে হবে এবং তিনি সংকট সমাধানে কাজ করতে সরকারের প্রতি আহ্বান জানান ।