গত আসরের মতো এবারও ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জিতেছে বাংলাদেশ যুব দল। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার অনুষ্ঠিত ফাইনালে উত্তেজনাপূর্ণ ম্যাচে ভারতকে ৫৯ রানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো আজিজুল হক তামিমের দল।
গতবারের ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ, আর এবার সেই হারের প্রতিশোধ নিতে চেয়েছিল ভারত। তবে বাস্তবে হলো ঠিক উল্টো। ১৯৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভারত পুরো ৫০ ওভার খেলার আগেই অলআউট হয়ে যায়।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৪৯.১ ওভারে ১৯৮ রানে অলআউট হয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ওপেনার জাওয়াদ আবরার ২০ রান করেন। অধিনায়ক আজিজুল হক তামিম ১৬ রানে আউট হন। তবে চারে নামা মোহাম্মদ শিহাব জেমস করেন ৪০ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৪৭ রান করেন রিজান হোসেন, আর উইকেটরক্ষক ফরিদ হাসান যোগ করেন ৩৭ রান।
জবাবে ব্যাট করতে নেমে ভারতীয় দলের শুরুটা হয় দুঃস্বপ্নের মতো। মাত্র ৪ রানে ওপেনার আয়ুশ মহাত্রে ফাহাদের দারুণ এক ডেলিভারিতে বোল্ড হন। বিপদের আভাস দিচ্ছিলেন কিশোর তারকা বৈভব সুর্যবংশী, কিন্তু তাকে থামিয়ে দেন মারুফ মৃধা। এরপর রিজান হোসেন ফেরান আন্দ্রে সিদ্ধার্থকে।
ম্যাচে ফেরার চেষ্টা করেছিল ভারত। কেপি কার্তিকেয়া ও মোহাম্মদ আমান ২৯ রানের পার্টনারশিপ গড়ে ভারতের ইনিংস মেরামতের চেষ্টা চালান। তবে বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ম্যাচে আর ফিরতে পারেনি ভারতীয় যুবারা।
অবশেষে ৫৯ রানের জয় নিয়ে উল্লাসে মাতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। গতবার আরব আমিরাতকে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ, এবারও তারা নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করল ভারতকে হারিয়ে।