শিববাড়ি থেকে গুলিস্তান পর্যন্ত বিআরটি লেনে বিআরটিসির এসি বাসের উদ্বোধন করা হবে আগামী রোববার (১৫ ডিসেম্বর)। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এই বাস সার্ভিসের উদ্বোধন করবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক।
প্রাথমিক পর্যায়ে, ১০টি বিআরটিসি এসি বাস গাজীপুরের শিববাড়ি বিআরটি টার্মিনাল থেকে এয়ারপোর্ট পর্যন্ত ২০.৫ কিলোমিটার এবং এয়ারপোর্ট থেকে গুলিস্তান পর্যন্ত ২২ কিলোমিটার পথ চলবে। অর্থাৎ, মোট ৪২.৫ কিলোমিটার পথে এই বাসগুলো চলাচল করবে। শিববাড়ি থেকে এয়ারপোর্ট পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে ৭০ টাকা এবং শিববাড়ি থেকে গুলিস্তান পর্যন্ত ভাড়া ধরা হয়েছে ১৪০ টাকা। যাত্রীদের চাহিদা এবং স্টেশনগুলোর পূর্ণ প্রস্তুতি বিবেচনা করে বাসের সংখ্যা পরবর্তীতে বাড়ানো হবে বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিআরটি করিডোরে বিআরটিসির এসি বাস সেবা চালুর ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।