আজ ১৪ আগস্ট রোজ বৃহস্পতিবার বিটকয়েন বিশ্ব ক্রিপ্টোকারেন্সি বাজারে গড়ল এই নতুন ইতিহাস । এক দিনের মধ্যে স্পর্শ করে সর্বোচ্চ ১ লাখ ২৪ হাজার ২৩৪ ডলার, শেষ পর্যন্ত ০.৯ শতাংশ বেড়ে ১ লাখ ২১ হাজার ৭০১ ডলারে লেনদেন শেষ করেছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ডিজিটাল মুদ্রাটি।ক্রিপ্টোকারেন্সি গ্রাফ থেকে জানা যায়, চলতি বছরে এই বিটকয়েনের দাম বেড়েছে প্রায় ৩২ শতাংশ এবং গত এক বছরে বেড়েছে ১০৫ শতাংশেরও বেশি। এক সপ্তাহের ব্যবধানে এর বৃদ্ধি দাড়ায় প্রায় ৭ শতাংশ।
ক্রিপ্টো গ্রাফ এক্সপ্লোর থেকে জানা যায়, এ উত্থান হঠাৎ কোনো ঘটনা নয়। যুক্তরাষ্ট্রের ইতিহাসে দ্রুত সময়ে ঋণ বৃদ্ধি হওয়া, মার্কিন ডলারের দুর্বলতার কারণে, এবং ফেডারেল রিজার্ভের সম্ভাব্য সুদহ্রাসের ইঙ্গিত বিনিয়োগকারীদের ঝুঁকিপূর্ণ হলেও ঠেলে দিচ্ছে লাভজনক সম্পদের দিকে । তাছাড়া ক্রিপ্টোকারেন্সিকে ৪০১(k) পেনশন প্ল্যানে অন্তর্ভুক্তির মতো নীতিগত শিথিলতা প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়াচ্ছে।
বিটকয়েনের পর জনপ্রিয়তার দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে ইথেরিয়াম। এর দামও এখন ঊর্ধ্বমুখী। বর্তমানে এটি ৪ হাজার ৭৫০ থেকে ৪ হাজার ৭৮০ ডলারে লেনদেন হচ্ছে, যা এই বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি। অপরদিকে বাইন্যান্স কয়েন (BNB) এক সপ্তাহে প্রায় ৭ শতাংশ বেড়ে ৮৬৪.৮৯ দাঁড়িয়েছে ডলারে । সোলানার দামও অনেকটা বেড়েছে; ৯.৪৫ শতাংশ বৃদ্ধি পেয়ে বর্তমানে লেনদেন হচ্ছে ২০৪.২২ ডলারে ।
Tasin/Digital Khobor