১৪ জুলাই ২০২৫:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তি বা অপপ্রচার সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও দলের জ্যেষ্ঠ নেতা জয়নুল আবদিন ফারুক।
আজ সোমবার রাজধানীতে আয়োজিত এক ওলামা দলের সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখে তিনি এসব কথা বলেন।
তারেক রহমানের প্রতি অন্যান্য নেতাকর্মীদের আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন,
“খবরদার শহীদ জিয়ার আদর্শ নিয়ে কোনো প্রকার কথা বলা যাবে না। শহীদ জিয়ার সন্তানকে নিয়ে কোনো প্রকার কথা বলা যাবে না। গত ১৬ বছর এই নেতারা যে সন্তানের জন্য জীবন বিসর্জন দিয়ে, রক্তচক্ষু উপেক্ষা করে, হাঁটু পানিতে বাস করে তারেক রহমানের নির্দেশে এই দলকে টিকিয়ে রেখেছেন, সেই দলের নেতাকে নিয়ে আপনি কটূক্তি করবেন তা কখনোই হতে পারে না। এসব বরদাস্ত করা হবে না কখনোই।”
তিনি তার এই বক্তব্যে দলীয় নেতৃত্বের প্রতি অসীম আনুগত্য এবং দীর্ঘ রাজনৈতিক লড়াইয়ের ইতিহাস স্মরণ করিয়ে দেন।
১/১১ ষড়যন্ত্র ও হাসিনার বিরুদ্ধে কথা বলার কারণে তারেক রহমানের দেশত্যাগ করার বিষয়ে জয়নুল আবদিন বলেন,
“আমাদের প্রিয় নেতা তারেক রহমান হাসিনার বিরুদ্ধে কথা বলতে গিয়ে ১/১১ এর ষড়যন্ত্রের শিকার হয়ে আজ দেশে নেই। দেশের মানুষকে মুক্তি দেওয়ার জন্য, দেশে গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য, তনি সকল ষড়যন্ত্র উপেক্ষা করে যাচ্ছেন দেশের মানুষকে সেবা করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন ।”
মিটফোর্ড হত্যাকাণ্ডে সরকারের ব্যর্থতার অভিযোগ জানিয়ে তিনি আরও বলেন,
“মিটফোর্ডের হত্যার সঙ্গে জড়িত সবাইকে খুঁজে বের করতে হবে। তাদের খুঁজে বের করার দায়-দায়িত্ব আপনাদের (সরকারের) নিতে হবে যে কারা এই নির্বাচনের আগে এইসব হত্যা করে নির্বাচনকে আরও পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। আজকে পাঁচ দিন হলো, তাদের খুঁজে বের করলেন না কেন ?”
বক্তব্যে তিনি এই হত্যাকাণ্ডকে একটি রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ বলেও সন্দেহ প্রকাশ করেন এবং দ্রুত জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।
আলোচনার শেষভাগে তিনি বক্তব্বে বলেন,
“কেউ কেউ বলে নির্বাচন কমিশন পরিবর্তন না করলে নির্বাচন হবে না। আবার কেউ কেউ বলে, শাপলা না দিলে এবার ধানের শীষও বাদ দিতে হবে। খবরদার, খবরদার, শহীদ জিয়ার ধানের শীষ নিয়ে কোনো প্রকার কথা বলা যাবে না।”
Tasin/ DBN