দেশের বিশিষ্ট নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনি, ২০২৫ এর শুরুতেই না ফেরার দেশে পাড়ি জমান তার স্বামী সাদাত রহমান। দীর্ঘদিন অসুস্থ থাকার পর ব্যাংককের একটি হাসপাতালে সাদাত রহমান চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ।
এদিকে তার স্বামীর মৃত্যুর পর দুই সন্তানকে নিয়ে একাই তার ব্যবসা প্রতিষ্ঠান দেখাশোনা করছেন তনী । এরমাঝেই হুট করেই ফের বিয়ে করেছেন নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সা তনি– বলে গুঞ্জন শোনা যাচ্ছে ।
সম্প্রতি তনি তার ফেসবুকে এক ব্যক্তির জন্মদিন উদযাপনের বেশ কিছু ছবি শেয়ার করেছেন। মূলত এরপর থেকেই তার বিয়ের গুঞ্জনটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
তনি তার পোস্টে লিখেছেন, “জন্মদিনের শুভেচ্ছা। তোমার মতো বিশেষ একজনের জন্মদিন উদ্যাপনের জন্য বছরে একটা দিনই যথেষ্ট নয়।”
এমডি সিদ্দিক নামের সেই ব্যক্তির ফেসবুক প্রোফাইলে ঘুরে দেখা যায় দুইটি ছবি পোস্ট করে তনিকে স্ত্রী সম্বোধন করে ধন্যবাদ জানিয়েছেন লিখেছেন, “আরও একটি বছর পেরিয়ে গেল, কিন্তু মনটা এখনও তরুণ। আমার জন্মদিনকে বিশেষ করে তোলার জন্য আমার প্রিয় স্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। তোমাকে অনেক ভালোবাসি।”
এই বিয়ের বিষয়টি নিশ্চিত হতে তনিকে বেশ কয়েকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
অন্যদিকে, তনি বিয়ে নিয়ে যখন নানা সমালোচনা চলছে তখন অনেকেই তনির পাশে দাঁড়িয়েছেন। অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির মামা আবু নুসরাত ভিক্টর তার ফেসবুকে তনির পক্ষ নিয়ে লিখেছেন,
“জামাই মরছে এক বছর হয়নাই বেডি বিয়ে করে ফেললো!! কেনরে ভাই তার আগে যে নিজের সুখ বিসর্জন দিয়ে দুই বছর অসুস্থ জামাই নিয়ে দেশ বিদেশের হাসপাতালে ডিউটি দিলো ঐটা কাউন্ট করবেন না? আর উনি তো হুমায়ুন আহমেদের মতো কোনো লিজেন্ড বিয়ে করেনাই যে তার পরিচয় বহন করে শাওনের মতো অবিবাহিত থাকতে হবে। উনি যথেষ্ট স্ট্রাগল করছে এখন একটু সুখ করুক।পারলে শুভকামনা জানান না পারলে বাজে কমেন্ট করে উনাকে মানসিক অত্যাচার কইরেন না।”
প্রসঙ্গত, একজন সফল ব্যবসায়ী ছিলেন তনির দ্বিতীয় স্বামী সাদাত রহমান । প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় তিনি বিচ্ছেদের পথে হাঁটেন । এরপর ভালোবেসে বিয়ে করেন সাদাতকে। তনি ও তার স্বামীর মধ্যকার বয়সের ব্যবধান নিয়ে তনি সবসময় সমালোচনার শিকার হয়েছেন ।
Tasin/Digital Khobor