১৩ জুন ২০২৫:
অল্প সময়ের মধ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে মন্তব্য করেছেন বিএনপি দলের স্থায়ী কমিটির সদস্য ও চিকিৎসক নেতা ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে বলেন, এই সময়ে তারেক রহমানের প্রত্যাবর্তন এই দেশের জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার ক্ষেত্রে তৈরি করবে একটি গুরুত্বপূর্ণ মোড়।
গত ১২ জুন বৃহস্পতিবার দুপুর বেলা তিনি এসব কথা বলেন গাজীপুরের মাওনা চৌরাস্তার ‘আর এস ক্যাফে রেস্টুরেন্টে’ আয়োজিত এক অনুষ্ঠানে । এ সময় স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি সেখানে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয়, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতারা।
জাহিদ হোসেন মন্তব্য করেন, সম্প্রতি লন্ডনে সফররত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের মধ্যে যে বৈঠক হয়েছে, তা এই দেশের রাজনীতিতে নতুন এক গতিপথের সূচনা করবে ।
তিনি বলেন,
“গণতন্ত্র নিয়ে আজকের বাংলাদেশে যে ধোঁয়াশা রয়েছে, নির্বাচন নিয়ে রয়েছে যে অস্বচ্ছতা, তা দূর হবে এই ঐতিহাসিক বৈঠকের মাধ্যমে । এটি জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার সংগ্রামে একটি মাইলফলক। রাজনৈতিক সংস্কার, ঘাতকদের বিচার, পাচারকৃত অর্থ ফেরত এনে দেশের পুনর্গঠনে ব্যয় করার মতো সাহসী পদক্ষেপ হতে পারে এই আলোচনার ফসল ।”
অনুষ্ঠানে জাহিদ হোসেন জুলাই-আগস্ট আন্দোলনে আহত ও নিহত ১২ পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন , যা প্রদান করা হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ।
তিনি বলেন,
“সবসময় শহীদদের পরিবারের পাশে ছিল বিএনপি ও জিয়া পরিবার , তারা আছে, এবং থাকবে। বৃথা যেতে দেওয়া হবে না গণতান্ত্রিক আন্দোলনের এই বীর সন্তানদের আত্মত্যাগ ।”
জাহিদ হোসেন আরও বলেন
“দেশের মাটি ছেড়ে বিএনপি কখনো পালিয়ে যায় নি,”। “এই দল হচ্ছে জনগণের দল, দেশের সাধারণ মানুষ এই দলের প্রধান শক্তি হলো । হাজারও ষড়যন্ত্র-চক্রান্তের মধ্যেও বিএনপি গণমানুষের অধিকার রক্ষার সংগ্রামে অটুট রয়েছে। বিএনপি দেশের জন্য, মানুষের জন্য কাজ করবে বলেই প্রতিশ্রুতিবদ্ধ।”
অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু সভাপতিত্ব করেন । শ্রীপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেপারী সঞ্চালনায় ছিলেন ।
এছাড়া উপস্থিত ছিলেন, মাসুদ রানা (কেন্দ্রীয় কৃষক দল), ডা. মাজাহারুল আলম (বিএনপির নির্বাহী কমিটির সদস্য), এসএম মাহফুল হাসান হান্নান (শ্রীপুর ইউসিসিএর চেয়ারম্যান), রাশিদুল হাসান নয়ন (শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল), তাহের মুসুল্লী (সদর বিএনপি নেতা), আবু জাফর সরকার (তেলিহাটি ইউনিয়ন বিএনপি)
Tasin/DBN