কিংবদন্তী চিত্রনায়ক বাপ্পারজ সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, ‘এখন তো আমার সেই সময় নাই, হিরোইনের পেছনে ছুটে ছুটে গান করব। সত্যি কথা বলতে আমাদের এখানে তো ওই রকম চিত্রনাট্যই হয় না।নির্মাতাদের ওপর আক্ষেপ প্রকাশ করে বাপ্পা আরও বলেন, আমিন খান, নাঈম বা আমার মত যারা আছে তাদের নিয়ে গল্প ভাবা হয় না। ভাবলেও, চিত্রনাট্য করতে গেলে, বলবে, বাবার চরিত্র করো বা করেন। বাবার চরিত্র যে করব, আমাদের তো বাবার মতোও অবস্থা হয় নাই। আমাদের নিয়ে চরিত্র লেখা না হলে কীভাবে কী করব।’
সদ্য খবরঃ
- “জংলী” নিয়ে উচ্ছ্বসিত দীঘি
- শুটিং স্পটেই অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী
- “নায়িকার পেছনে ছোটার সময় নেই”- বাপ্পারাজ
- কাজ অসম্পূর্ণ রেখেই চলে যান সালমান শাহ
- সে সময়েই ২ লাখ টাকা সম্মানি নিতেন সালমান শাহ!
- রেস্টুরেন্টে খাবারের পর হটপটে প্রস্রাব করায় দুই কিশোর আটক
- আছিয়ার কাছে পুরো বাংলাদেশ ক্ষমাপ্রার্থী ও লজ্জিত; হাসনাত আবদুল্লাহ
- প্রস্তাব দেওয়া হয়েছে চিকিৎসকদের বিসিএস পরীক্ষার বয়সসীমা ৩২ থেকে ৩৪ বছর করার