২৪টি গরু লুটের ঘটনা ঘটেছে নেত্রকোণার মদন হাওরের সড়ক থেকে ।যৌথবাহিনী লুটের ঘটনার খবর পেয়ে অভিযান চালিয়ে ১৯টি গরু উদ্ধার করেছে স্থানীয় বিএনপি নেতার বাড়ি থেকে । পরে মালিকের হাতে গরুগুলো বুঝিয়ে দেওয়া হয়েছে।
গতকাল বুধবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাইম মুহাম্মদ নাহিদ হাসান । এর আগে মদন উপজেলার গোবিন্দশ্রী গ্রামের সড়ক থেকে মঙ্গলবার বিকেলে লুট করে নিয়ে যায় এসব গরু ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকজন নারী খালিয়াজুরী থেকে পিকআপে করে আটপাড়া দিকে যাচ্ছিলেন তাদের ১৯টি গরু সাথে নিয়ে । মঙ্গলবার বিকেলে পিকআপ গোবিন্দশ্রী সড়কে পৌঁছালে পিকআপ থামিয়ে গরুগুলো লুট করে নিয়ে যায় স্থানীয় অসাধু লোকজন । ওইদিন বিকেলে অপর এক ব্যক্তির পাঁচটি গরু পিকআপে করে নিয়ে যাওয়ার সময় খালিয়াজুরী থেকে নান্দাইল পথে গোবিন্দশ্রী এলাকায় লুট হয়।পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এ ঘটনায় যৌথ অভিযান চালিয়ে ওইদিন রাতেই ১৯টি গরু উদ্ধার করা হয় মদন উপজেলার বিএনপি নেতা মাহমুদুল হাসান মামুনের বাড়ি থেকে। বাকি ৫ টি গরুর খোঁজ চলছে বলে জানিয়েছে যৌথবাহিনী।