আন্দোলনরত শিক্ষার্থীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তিন দফা দাবি আদায়ে অবশেষে তালা ঝুলিয়ে দিয়েছে । বিশ্ববিদ্যালয়ের একাধিক ভবনেও তালা লাগানো হয়েছে। ঘোষণা করা হয়েছে ‘কমপ্লিট শাটডাউন’।
১৩ জানুয়ারি (সোমবার) সকাল সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ ভবন ও প্রধান ফটকে তালা লাগিয়ে অনশনরত শিক্ষার্থীরা ঘোষণা করেন‘কমপ্লিট শাটডাউন’ ।
রোববার সকাল থেকেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর ও অস্থায়ী আবাসন নিশ্চিতের দাবিতে একটানা অনশন চালিয়ে যাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের ১৮ জন শিক্ষার্থী। এরই মধ্যে অসুস্থও হয়ে পড়েছেন কয়েকজন ।
অনশনরত শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন । এদিকে, অনশনরত শিক্ষার্থীদের সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি একাত্মতা ঘোষণা করে দুপুরের এক সংবাদ সম্মেলনে ।
পরে কোষাধ্যক্ষ জানান, বুধবার সকালে সংশ্লিষ্টদের সাথে যৌথ সভায় সেনাবাহিনীর হাতে হস্তান্তর প্রক্রিয়া শুরু হবে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ । অনশন কর্মসূচি প্রত্যাহার করতে তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।