আজ ১২ মে সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরউ) আয়োজিত “মিট দ্য রিপোর্টার্স” অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম অভিযোগ করেছেন যে, আওয়ামী লীগ বাংলাদেশের ইতিহাসে গুমের সূচনা করেছে । প্রেস সচিব শফিকুল আলম দাবি করেন,
আওয়ামী লীগে বড় ধরনের লুটপাটের সাথে জড়িত নয় এমন কেউ নেই যে।
শফিকুল আলম সেখানে আরও বলেন, “মানবাধিকার লঙ্ঘন ও ভোটাধিকার কেড়ে নেয়ার কারণে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে । আওয়ামী লীগের সকল কার্যক্রম সবার সাথে পরামর্শ করেই
নিষিদ্ধ ও বন্ধ করা হয়েছে।” শফিকুল আলম আরও জানান, ” আওয়ামী লীগ গুম, খুন, ভোট কারচুপি—এসব করেই নিজেদের রাজনৈতিক
অবস্থান টিকিয়ে রাখার জন্য চেষ্টা করেছে।”
শফিকুল আলম সাংবাদিকদের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “১৫ বছর ধরে সাংবাদিক ইউনিয়নগুলো ব্যস্ত ছিল পূর্বাচলের প্লট
নিয়ে ।সাংবাদিকদের অধিকার নিয়ে তাদের আওয়াজ তোলা উচিত । এবং কথা বলতে হবে কপিরাইট নিয়ম নিয়ে ।”
তিনি আরও বলেন, “বেতন ৩০ হাজার টাকার নিচে হওয়া উচিত নয়। যারা ৩০ হাজার টাকা বেতন দিতে পারবেন না তারা
প্রতিষ্ঠান বন্ধ করে দিন। সাংবাদিক সংগঠনগুলোর এ বিষয়গুলো নিয়ে কথা বলা উচিত।”
শেয়ারবাজারের দুর্নীতির বিষয়ে প্রেস সচিব শফিকুল আলম ক্ষোভ প্রকাশ করে বলেন, “শেয়ার বাজারে গত ১৫ বছরে যে ভয়াবহ ডাকাতি
হয়েছে তার কোনো বিচার এখন পর্যন্ত হয়নি।শেয়ার বাজার ডাকাতের আখড়া এখন যেন আর না হয়।”বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণের ওপর তিনি
জোর দিয়ে বলেন, “সুরক্ষিত রাখতে হবে প্রতিটি বিনিয়োগকারীদের অধিকার ।”
শফিকুল আলম সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ” শুধু পূর্বাচল প্লট নিয়ে সাংবাদিকরা চিন্তা না করে সোচ্চার হবেন গণতন্ত্র এবং মানবাধিকারের পক্ষে
।” পাশাপাশি, শেয়ারবাজারে বিনিয়োগকারীদের অধিকার রক্ষা করার ব্যাপারে আহ্বান জানান কর্তৃপক্ষকে সতর্ক থাকার ।