নিজ বাসায় আশ্রয় দেওয়া নারীকে ধর্ষণের চেষ্টা করায় হাবিবুল্লাহ বাহার কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়া খুন হয়েছেন। এই হত্যাকাণ্ডে এক দম্পতিকে গ্রেফতার করা হলে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তার দম্পতিকে জিজ্ঞাসাবাদ অনুযায়ী ডিসি মহিদুল ইসলাম জানান, কমলাপুর রেলস্টেশনে ওই ঘটনার ২-৩ দিন আগে সাইফুর রহমান ভূঁইয়ার সঙ্গে পরিচয় হয় গ্রেপ্তার মো. নাজিম হোসেন ও রুপা বেগম ওরফে জান্নাতির । দম্পতিকে পরিচয়ের সুবাদে সাইফুর তার ফ্ল্যাটে নিয়ে আসেন । রুপাকে একপর্যায়ে সাইফুর রহমান তার ফ্ল্যাটে আটকে শুরু করেন শারীরিক, মানসিক ও যৌন নির্যাতন । দম্পতি রুপা ও নাজিম হত্যাকাণ্ডের রাতে এক বেডে ছিলেন নিহত সাইফুর রহমান এবং।
এই বিষয়ে তিনি আরও বলেন, সে রাতে সাইফুর রহমান রূপাকে ধর্ষণচেষ্টা করেন যখন নাজিম ঘুমিয়ে পড়ে । নাজিম একপর্যায়ে ঘুম থেকে জেগে রান্নাঘর থেকে বটি এনে সাইফুর রহমানকে কুপিয়ে মেরে ফেলেন।
তার স্ত্রীর কোনো বিরোধ ছিল কি না নিহত সাইফুর রহমানের সঙ্গে তা জানতে চাইলে উত্তরা বিভাগের ডিসি মহিদুল ইসলাম বলেন, থাকতে পারে। স্ত্রীকেও তদন্তের জন্য তার জিজ্ঞাসাবাদ করেছি। তবে আমরা সে ধরনের কোনো তথ্য পাইনি।