যমুনা রেল সেতু দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হল দীর্ঘ প্রতীক্ষার পর। আজ ১২ ফেব্রুয়ারি রোজ বুধবার সকাল সোয়া ১১টায় প্রথমবারের মতো নবনির্মিত সেতুটি পার হয় রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্কসিটি এক্সপ্রেস । রেলওয়ে কর্তৃপক্ষ এই বিষয়ে জানিয়েছে, এখন থেকে নিয়মিত যাত্রীবাহী ট্রেন চলবে এই রেল সেতু দিয়ে।
৪.৮ কিলোমিটার দীর্ঘ সেতুটিতে দুটি লাইন থাকলেও আপাতত ট্রেন চলবে শুধু একটি লাইনেই , এবং দুই লাইনে চলাচল শুরু হবে ১৮ ফেব্রুয়ারি আনুষ্ঠানিক উদ্বোধনের পর এবং বন্ধ হয়ে যাবে যমুনা সেতু দিয়ে ট্রেন চলাচল ।