জুলাই-আগস্টে বাংলাদেশে ঘটে যাওয়া হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের তদন্ত প্রতিবেদন প্রকাশ করতে যাচ্ছে জাতিসংঘ । আজ ১২ ফেব্রুয়ারি রোজ বুধবার জেনেভার এক সংবাদ সম্মেলনে এ প্রতিবেদন উপস্থাপন করবেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক ।
এই তদন্তে প্রমাণ পাওয়া গেছে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের , যেখানে উঠে এসেছে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রীর সংশ্লিষ্টতার তথ্য ।
বাংলাদেশের ক্ষেত্রে এটি প্রথম। কোটাবিরোধী আন্দোলনে নির্বিচার গুলিবর্ষণ ও হত্যাযজ্ঞের অভিযোগের পরই জাতিসংঘ এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিল।