গণপরিবহনের সংকট রাজধানীতে চরম আকার ধারণ করেছে, বিশেষ করে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে অফিসগামী ও কাজে বের হওয়া মানুষজনকে ।বাসের কৃত্রিম সংকট তৈরি হয়েছে গত কয়েকদিন ধরে ,যা আজও চলমান।
বাসের সংখ্যা কমে গেছে ঢাকার বিভিন্ন সড়কে , ফলে যাত্রীরা বাধ্য হচ্ছেন বিকল্প যানবাহন ব্যবহার করতে এবং গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া ।
ঢাকা মহানগর পুলিশের সিদ্ধান্ত অনুযায়ী গাজীপুর রুটের ২১ কোম্পানির ২৬১০টি বাস গোলাপি রঙে ইতিমধ্যে ই-টিকিটিংয়ের আওতায় আনা হয়েছে। কিন্তু এই পদ্ধতি মেনে নিতে চাচ্ছেন না বাসের ড্রাইভার ও হেলপাররা , তারা দাবি করছেন এতে তাদের আয় কমে যাবে । ধারণা করা হচ্ছে যে, চুক্তিভিত্তিক বাস চালিয়ে যারা অবৈধভাবে আয় করতেন, তারাই তৈরি করেছেন এই কৃত্রিম সংকট ।