উত্তর গাজা উপত্যকায় ইসরায়েলি বোমা হামলা হলে একজন অ্যাম্বুলেন্স অফিসার আহত অবস্থায় মারা যান । ১২ জানুয়ারি (রোববার) আল জাজিরার( কাতারভিত্তিক সংবাদমাধ্যমের)এক প্রতিবেদনে দেখা যায় ।
উক্ত প্রতিবেদনে বলা হয় যে ,হাসান আল-কাহলৌত ছিলেন সেই নিহত অ্যাম্বুলেন্স অফিসারে । তিনি ছিলেন জাবালিয়া শরণার্থী শিবিরের বাসিন্দা ।
এর আগে, উত্তর গাজাযর একটি স্কুলে ইসরায়েলি বিমান হামলায় দুই নারী ও দুই শিশুসহ নিহত হয়েছে কমপক্ষে আটজন । ১১ জানুয়ারি (স্থানীয় সময় শনিবার) ফিলিস্তিনি চিকিৎসকরা জানান উত্তর গাজায় বাস্তুচ্যুত বেসামরিক ফিলিস্তিনি নাগরিকদের আশ্রয়দানকারী স্কুলটিতে সন্ধ্যায় ইসরায়েল এ বিমান হামলা চালায় ।
এ হামলা চালানো হয় জাবালিয়ার হালাওয়া স্কুলটিকে লক্ষ্য করে । এতে আহত হয়েছেন আরো ৩০ জন ।