বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে গত ৫ই জুলাই স্বনামধন্য আরেমজি প্রস্তুতকারক প্রতিষ্ঠান “ক্রয়ডন কাউলুন ডিজাইন লিমিটেড” সাভারে অবস্থিত “পিয়ার আলী স্কুল এন্ড কলেজ” প্রাঙ্গনে এক বৃক্ষরোপণ ও সচেতনতামুলক কর্মসূচি
আয়োজন করে অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির কর্মকর্তাবৃন্দ বিদ্যালয় প্রাঙ্গনে বিভিন্ন প্রজাতির ফুল, ফল ও ঔষধি গাছ রোপণ এবং ৫০০ চারা উপস্থিত শিক্ষার্থীদের হাতে বিতরন করেন। এ সময় শিক্ষার্থীদের মধ্যে পরিবেশের গুরুত্ব, জীববৈচিত্র্য রক্ষা, এবং পরিবেশ দিবস ২০২৫ এর প্রতিপাদ্যের সাথে সম্পর্কিত প্লাস্টিক দূষণ প্রতিরোধক বিষয়ক সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।
এ সময় সকলে উপস্থিত ছিলেন ক্রয়ডন কাউলুন ডিজাইন লিমিটেড ব্র্যান্ড এম্বাসেডর রানী চৌধুরী এইচ আর ডিজিএম মোঃ মামুন হোসেন, অ্যাডমিন অ্যান্ড কমপ্লায়েন্স-ডিজিএম উসরপ্রাপ্ত মেজর এএসএম মোহফুজ রহমান, কমপ্লায়েন্স ম্যানেজার জনাব শামসুল আলম, অ্যাডমিন ম্যানেজার মোঃ ওহাহিদুল হক, পেরোল ম্যানেজার সঞ্জিব চন্দ্র শীল এবং “পিয়ার আলী স্কুল অ্যান্ড কলেজ” এর প্রতিষ্ঠাতা জনাব মোঃ পিয়ার আলী।
এছাড়া উপস্থিত ছিলেন ক্রয়ডন কাউলুন ডিজাইন লিমিটেড এনভায়রনমেন্টাল এক্সিকিউটিভ মোঃ জুবায়ের আরাফাত, কাজী শাহরিয়ার হাসান, সিনিয়র কমপ্লায়েন্স এক্সিকিউটিভ মোঃ তুহিন আলম, মোঃ তৌহিদুল ইসলাম, কমপ্লায়েন্স এক্সিকিউটিভ ফারমিদা শারমিন, সিনিয়র অ্যাডমিন এক্সিকিউটিভ মোঃ রেজাউল করিমসহ অন্যান্য অতিথিবৃন্দ।
ক্রয়ডন কাউলুন ডিজাইন লিমিটেড-এর কর্মকর্তারা জানান, শিল্পক্ষেত্রে পরিবেশ রক্ষা প্রতিষ্ঠানটির বিশেষ অঙ্গীকারের অংশ। গাছ লাগানো এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে সবুজ ও পরিচ্ছন্ন পৃথিবী গড়ে তোলার উদ্দেশ্যেই এ কর্মসূচির মূল লক্ষ্য। উল্লেখ্য, বিশ্ব পরিবেশ দিবস বিশ্বব্যাপী পরিবেশ সংরক্ষণ সচেতনতা বৃদ্ধির জন্য পালিত হয়, যার মধ্যে রয়েছে প্লাস্টিক দূষণ প্রতিরোধ ও টেকসই পরিবেশ বজায় রাখা।
Tasin/Digital Khobor