আওয়ামী লীগের ওপর সরকারী নিষেধাজ্ঞা দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিএনপি
আজ ১১ মে রোজ দুপুরে রোববার বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ রাজধানীর আন্তর্জাতিক ভাষা ইনস্টিটিউটে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, বিএনপি আওয়ামী লীগের কার্যক্রমের ওপর সরকারী নিষেধাজ্ঞার সিদ্ধান্তকে স্বাগত জানায়।
সালাহউদ্দিন আহমেদ বলেন, “রাজনৈতিক দল হিসেবে মাফিয়া শক্তি আওয়ামী লীগের স্বীকৃতি নেই দেশ-বিদেশের কোথাও ।” সালাহউদ্দিন দাবি করেন যে, গণতান্ত্রিক মূল্যবোধ থেকে আওয়ামী লীগ বিচ্যুত হয়েছে এবং গণতন্ত্র তাদের ডিএনএতে নেই।
তিনি আওয়ামী লীগের বিষয়ে আরও বলেন, “গণতন্ত্র মানে না আওয়ামী লীগ , গণতন্ত্রের কোনোরকম অস্তিত্ব নেই তাদের ডিএনএতে ।” আওয়ামী লীগকে এ সময় রাজনৈতিক দল হিসেবে বিচারের আওতায় আনার জন্য বিএনপির এই নেতা আইন সংশোধনের উদ্যোগকেও সাধুবাদ জানাই ।
সালাহউদ্দিন আহমেদ সরকারের প্রতি দ্রুত নির্বাচনের রোডম্যাপ দেয়ার আহ্বান জানিয়ে বলেন, “নির্বাচনের রোডম্যাপ এখনো না দেওয়া হলে আগামীতে সরকারকে পড়তে হতে পারে অনেক বিব্রতকর পরিস্থিতিতে ।” সালাহউদ্দিন আহমেদ মনে করেন, দেশে রাজনৈতিক অস্থিরতা বাড়বে নির্বাচনের পরিকল্পনা সঠিক সময়ের মধ্যে ঘোষণা না করা হলে।
আওয়ামী লীগের প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি বলে জানান সালাহউদ্দিনঃ
নির্বাচনের বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি আওয়ামী লীগের পক্ষ থেকে । তবে, রাজনৈতিক অঙ্গনে বিএনপির এমন মন্তব্য নিয়ে অনেক মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা আরও বাড়তে পারে আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞার এই সিদ্ধান্তকে কেন্দ্র করে। তবে তারা এটাও বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা এবং গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখা উচিত।
Tasin/DBN