ভিন্ন ঘরানার গানে যুক্ত হচ্ছেন তরুণ সংগীতশিল্পী শেখ সাদী । তবে তিনি সম্প্রতি প্রেমের গুঞ্জনে আলোচনায় রয়েছেন অভিনেত্রী পরীমণির সঙ্গে ।
১০ ফেব্রুয়ারি রোজ সোমবার ফেসবুকে একটি পোস্টে শেখ সাদী লেখেন, “I don’t like girls anymore. I deserve Pori.”—যা নিয়ে নানা ধরনের কল্পনার তৈরি হয় ভক্তদের মধ্যে। অনেকেই মনে করছেন, এখানে ‘Pori’ বলতে তিনি পরীমণিকে বুঝিয়েছেন।
এ বিষয়ে পরবর্তীতে পরীমণি ব্যাখ্যা দিয়ে বলেন, ‘পরী মানে ডানা ওয়ালা পরী, পরীমণি না।’ অন্যদিকে, শেখ সাদী এই বিষয়ে জানান, পোস্টটি সিরিয়াসভাবে দেননি এবং এটি আসলে চ্যাটজিপিটি থেকে নেওয়া ক্যাপশন ছিল। তিনি আরও বলেন যে, পরীর মতো জীবনসঙ্গী চাওয়া স্বাভাবিক বিষয়, তবে তাদের সম্পর্ক শুধুই পেশাগত।