আগামী ১৪ ফেব্রুয়ারি শুক্রবার গণঅধিকার পরিষদ জাতীয় প্রেসক্লাবের সামনে একটি বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে। এছাড়া আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা ও গণহত্যার বিচারের দাবিতে ১২-১৮ ফেব্রুয়ারি দেশজুড়ে লিফলেট বিতরণ এবং ১৯ ফেব্রুয়ারি ৬৪ জেলায় ৫ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা দিয়েছে এই দলটি।
আজ ১১ ফেব্রুয়ারি দলটির সিনিয়র সহসভাপতি ফারুক হাসান আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কর্মসূচি করার ঘোষণা করেন এবং তিনি মন্তব্য করেন যে, অন্তর্বর্তী সরকার জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ। তিনি বলেন, চলমান অপারেশন ডেভিল হান্টের মাধ্যমে শুধু আওয়ামী লীগ নয়, চাঁদাবাজি ও টেন্ডারবাজির সঙ্গে জড়িতদেরও অতি শীঘ্রই গ্রেফতার করতে হবে।