সারাদেশে অপারেশন ডেভিল হান্টের তৃতীয় দিনে আটক ও গ্রেফতার করা হয়েছে ১১৭ জনকে। এর মধ্যে ৮১ জনকে গ্রেফতার করা হয়েছে গাজীপুরেই ।
ডেভিল হান্টের বিষয়ে পুলিশ জানিয়েছে, সোমবার রাত থেকে অভিযান চালিয়ে মহানগরের টঙ্গী পূর্ব থানায় ৭ জন, টঙ্গী পশ্চিম থানায় ৮ জন, বাসন থানায় ৯ জন,গাছা থানায় ৬ জন, সদর থানায় ১৯ জন, পুবাইল থানায় ২জনসহ অন্যান্য থানার থেকে ৬৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া, জেলার পাঁচটি থানায় অভিযান চালিয়ে আরও ১২ জনকে আটক করেছে পুলিশ। এনিয়ে গত তিন দিনে গাজীপুরে মোট ২৬৩ জনকে পুলিশ গ্রেফতার করেছে।
এছাড়া, রংপুর, কুড়িগ্রাম, দিনাজপুর, ঠাকুরগাঁও, লালমনিরহাট মিলে মোট ৬৮ জন গ্রেফতার হয়েছে বলে যানা যায়।