আগামী ৪ এপ্রিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ব্যাংককে অনুষ্ঠিত বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগদান করবেন ।সেখানে অংশ নেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও । দুই নেতার মধ্যে আনুষ্ঠানিকভাবে বৈঠকের সম্ভাবনা থাকলেও এটি এখনও নিশ্চিত হওয়া যায় নি।
এই বিষয়টি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন নিশ্চিত করেছেন , তবে চূড়ান্তভাবে এই বিষয়ে কিছু বলা সম্ভব নয় বলে জানিয়েছেন তিনি। বিমসটেক মহাসচিব ইন্দ্র মনি পান্ডে এই বিষয়ে জানান, সংস্থাটি চীন বা পাকিস্তানের বিরুদ্ধে কোনো প্ল্যাটফর্ম নয়।
২০২৩ সালের সেপ্টেম্বরে এ সম্মেলন থাইল্যান্ডে হওয়ার কথা থাকলেও তা স্থগিত হয় দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতার কারণে ।
সংস্থাটির মহাসচি জানিয়েছেন, আগামী সম্মেলনে বাংলাদেশ বিমসটেক সভাপতি হতে যাচ্ছে।
এই বিষয়ে পরবর্তী তে আরও বিস্তারিত জানানো হবে