আজ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এবং যুব ও ক্রীড়া, সমবায়, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
আজ সন্ধ্যা সোয়া ছয়টায় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে নিশ্চিত করা হয়েছে এই তথ্য। যমুনায় ডাকা সংবাদ সম্মেলনে এই বিষয়ে ঘোষণা দেয়া হবে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে দুপুরে একটি সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ পদত্যাগ করা প্রসঙ্গে বলেছিলেন, ‘এটা আমার বলার এখতিয়ার নেই, সেটা মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানিয়ে দেয়া হবে। সেটার জন্য একটু অপেক্ষা করতে হবে।
ওই সংবাদ সম্মেলনে তিনি জানান, তিনি নির্বাচনে অংশ নেবেন। তবে কোথা থেকে বা কোন দল থেকে করবেন, তা তিনি পরিষ্কার করে বলেননি।
যদিও তিনি আগেই জানিয়েছিলেন, তিনি ঢাকা থেকে নির্বাচন করবেন ।
প্রসঙ্গত, তিনি কুমিল্লা থেকে পরিবর্তন করে ভোটার হয়েছেন ঢাকা-১০ এলাকার।
গত বছরের ৮ই অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ছাত্রদের প্রতিনিধি হিসাবে এবং উপদেষ্টা হিসাবে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া শপথ নিয়েছিলেন । প্রথমে তিনি দায়িত্ব নেন শ্রম উপদেষ্টা হিসাবে । পরবর্তীতে যুব ও ক্রীড়া, স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসাবে দায়িত্ব গ্রহণ করেন।
অন্যদিকে মাহফুজ আলম প্রথমে উপদেষ্টার মর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হন। পরে নাহিদ ইসলাম উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে এনসিপির আহ্বায়ক হলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হন মাহফুজ আলম।

