আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে আগামীকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর)। এদিন সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন তফসিল ঘোষণা করবেন।
নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ আজ বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে নির্বাচন ভবনে ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
এ সময় তিনি বলেন, সিইসি তার ভাষণে নির্বাচনের সব বিষয়ে জানাবেন। এখন পর্যন্ত ৩০০ আসনে নির্বাচন আয়োজনে তফসিল দেয়ার বিষয়ে সিদ্ধান্ত রয়েছে।
উল্লেখ্য, সীমানা নির্ধারণ নিয়ে জটিলতায় বাগেরহাট ও গাজীপুরের দুইটি আসন নিয়ে আদালতে গিয়েছে বিক্ষুব্ধ পক্ষ। এ নিয়ে আদালতের আদেশ পাওয়ার পর সিদ্ধান্ত জানানো হবে বলে জানান ইসি সচিব।

