আজ ৯ জুলাই ২০২৫ তারিখে চালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে স্থিতিশীলতা বজায় রাখার জন্য এবং বাজার সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে জাতীয় সারাদেশব্যাপী সমন্বিত বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করেছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ।
এ অভিযান ঢাকা মহানগর এলাকাসহ দেশের সকল বিভাগ ও জেলা পর্যায়ে একযোগে পরিচালিত হয়।
ঢাকা মহানগরীতে অধিদপ্তরের ১০ জন কর্মকর্তার নেতৃত্বে ১০টি আলাদা আলাদা টিম যাত্রাবাড়ী, মালিবাগ, লালবাগ, মধ্য বাড্ডা, মোহাম্মদপুর বাজার, টাউন হল বাজার, মিরপুর-১০ এবং ষাট ফিট এলাকায় পরিচালনা করে বাজার তদারকি কার্যক্রম । এ সময় বাজারে চালের সরবরাহ ও চালের মূল্য পর্যবেক্ষণ করা হয় এবং সেখানে ভোক্তা অধিকার বিরোধী বিভিন্ন অনিয়মগুলো চিহ্নিত করা হয়।
এই অভিযানে চালের মূল্য তালিকা প্রদর্শন না করা, পণ্যের মূল্য অতিরিক্ত রাখা, মজুদ রেখে কৃত্রিম সংকট তৈরি করা, পরিমাপে কম দেওয়া ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রিসহ বিভিন্ন অপরাধে মোট ২২টি প্রতিষ্ঠানকে মোট ১,২৮,০০০ টাকা জরিমানা আরোপ করে তা আদায় করা হয়।
একইসাথে, দেশের অন্যান্য আরও ৪৪টি জেলায় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ৬৩টি টিম পরিচালনা করে বাজার তদারকি কার্যক্রম। তদারকিকালে ১৩৮টি প্রতিষ্ঠানে বিভিন্ন অনিয়ম শনাক্ত করে জরিমানা করা হয় মোট ১০,০৪,০০০ টাকা ।
বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে পণ্যের দাম বাড়ানো এবং ভোক্তাদের ঠকানোর চেষ্টা প্রতিরোধ করার জন্য অধিদপ্তর নিয়মিত তদারকি অব্যাহত আছেন।
অধিকার অধিদপ্তর সূত্রে জানা গেছে, বাজারে চাল, ডাল, তেল, আটা, ময়দা, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের সরবরাহ পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে এবং পাইকারি ও খুচরা বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ক্ষেত্রে কোনো প্রকার যৌক্তিকতা নেই।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই বিষয়ে জানিয়েছে, বাজারে ন্যায্য দামে পণ্য প্রাপ্তি নিশ্চিত করতে এবং ভোক্তাদের অধিকার সুরক্ষায় নিয়মিত চলবে এ ধরনের অভিযান । একইসাথে, সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করে বলা হয়েছে; কোনো ধরনের অনিয়ম বা ভোক্তা অধিকার লঙ্ঘনের প্রমাণ পেলে গ্রহণ করা হবে কঠোর আইনানুগ ব্যবস্থা ।
ভোক্তাদের প্রতি অনুরোধ: বাজারে কোনো ভোক্তা-অধিকার লঙ্ঘনের অভিযোগ থাকলে ১৬১২১ (টোল-ফ্রি) নম্বরে অথবা http://complaint.dncrp.gov.bd–তে অভিযোগ জানাতে অনুরোধ করা হচ্ছে।
Tasin/DBN