আজ ১০ মে রোজ শনিবার রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদফতরের আয়োজনে ‘জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ’-এর উদ্বোধন এবং পদক প্রদান অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা ড. চৌধুরী রফিকুল আবরার জানিয়েছেন, সরকার পুনরায় পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা চালুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে ।
শিক্ষা উপদেষ্টা ড. চৌধুরী রফিকুল আবরার বলেন, “পৃথিবীর সবচেয়ে মহান পেশা শিক্ষকতা ।যথাযোগ্য মর্যাদা দিতে হবে এ পেশায় নিয়োজিত সকল শিক্ষকদের।সরকার শিক্ষকদের মর্যাদা বাড়ানোর জন্য কাজ করে যাচ্ছে।” তিনি এই নিয়ে আরও জানান, শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন অনেক সহজ হবে যদি শিক্ষকদের প্রতি সম্মান ও মর্যাদা বৃদ্ধি দেওয়া হয়।
বৃত্তি পরীক্ষা নিয়ে যা বললেন প্রাথমিক ও গণশিক্ষা অধিদফতরের মহাপরিচালক আবু নূর মোহাম্মদ শামসুজ্জামানঃ
তিনি জানান, “এ বছরেই সব ঠিকঠাক থাকলে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা চালু করা যেতে পারে ।” তিনি বলেন, “বৃত্তি পরীক্ষার অনেক গুরুত্ব রয়েছে শিক্ষার গুণগত মান বাড়ানোর ব্যাপারে।”
বর্তমান শিক্ষা ব্যবস্থার সংকটের বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন,
“সর্বক্ষেত্রে শিক্ষা ব্যবস্থায় ফুটে উঠছে মুনাফার চিত্র ।” ডা. বিধান রঞ্জন রায় আরও উল্লেখ করেন যে, “সারাদেশে মোট ৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ে মামলা সংক্রান্ত জটিলতার কারণে বর্তমান সরকার প্রধান শিক্ষকের শূন্য পদে নিয়োগ দিতে পারছে না ।”
প্রাথমিক শিক্ষা ব্যবস্থার ওপর অনেকটা নেতিবাচক প্রভাব পড়ছে প্রধান শিক্ষকের শূন্য পদ পূরণ না হওয়ার কারণে। সমস্যা হচ্ছে শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা পেতে।
শিক্ষাবিদরা বৃত্তি পরীক্ষা পুনরায় চালুর পরিকল্পনার বিষয়ে জানিয়েছেন, বৃত্তি পরীক্ষার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন করার ক্ষেত্রে । তবে আরও কার্যকরী পদক্ষেপ গ্রহণ জরুরি শিক্ষার আধুনিকীকরণ এবং মানোন্নয়নে ।
Tasin/DBN