আজ ১০ মে রোজ শনিবার সকালে রাজধানীর পুরানা পল্টনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অনুষ্ঠিত হয় গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিল।
আজ গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, আর কোনও সুযোগ অন্তর্বর্তী সরকারকে দেয়া হবে না। নিষিদ্ধ করতে হবে এই ফ্যাসিবাদি আওয়ামী লীগকে ।কোনও রকম আপস হবে না এই প্রশ্নে।
নুরুল হক নুর আয়োজিত বিক্ষোভ মিছিলে এই বক্তব্য দেন। তিনি জানান, “এই আন্দোলন আরও জোড়ালো হবে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হয়।সরকারে থেকেও এতোদিন কেন ছাত্র প্রতিনিধিরা আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য পদক্ষেপ নিল না?”
নুরুল হক নুর এই নিয়ে আরও বলেন, আন্দোলনটি অব্যাহত থাকবে ফ্যাসিবাদী আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত এবং আরও তীব্র হতে থাকবে এ আন্দোলন । “আওয়ামী লীগ যতদিন পর্যন্ত নিষিদ্ধ না হবে, আমাদের আন্দোলন ততদিন পর্যন্ত চলবে,” বলে জানান তিনি।
নুর জানান, গণঅধিকার পরিষদের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল বিক্ষোভ মিছিল শেষ করে স্বারকলিপি দিতে যমুনায় যাবে। তিনি বলেন, স্বারকলিপি প্রদানের জন্য পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল উপস্থিত হবে যমুনায় ।
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিষয়ে বলেন, ” ফ্যাসিস্ট আওয়ামী লীগকে এই অন্তর্বর্তী সরকারের ৯ মাস অতিবাহিত হয়ে গেলেও নিষিদ্ধ করেনি। অন্তর্বর্তী পুনর্বাসন করছে সরকার একদিকে আওয়ামী লীগকে , আবার তামাশা করছে বিচারের নামে।”
রাশেদ খান সেখানে আরও বলেন, “আমরা বিচার চাই সব গণহত্যার । কোনও নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না। আওয়ামী লীগ যে অপরাধ করেছে তার জন্য তাদের রাজনৈতিক নিষিদ্ধকরণ একান্ত প্রয়োজন।”
Tasin/DBN