উত্তরার পূর্বের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম পালানোর ঘটনায় উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিবুল্লাহকে প্রত্যাহার করে সংযুক্ত করা হয়েছে ডিএমপির কেন্দ্রীয় রিজার্ভ ফোর্সে ।
আজ ১০ জানুয়ারি (শুক্রবার) এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির ভারপ্রাপ্ত উপ-কমিশনার তালেবুর রহমান । এর আগে, সাময়িক বরখাস্ত করা হয়েছিল এ ঘটনায় এএসআই সাজ্জাদকে।
গত বুধবার শাহ আলমকে কুষ্টিয়া থেকে গ্রেফতার করা হয়েছিল জুলাই আন্দোলনের ঘটনায় দায়ের করা হত্যা মামলআর কারণে । এরপর তাকে নিয়ে আসা হয় ঢাকায় । শাহ আলম গতকাল বৃহস্পতিবার দুপুরে পালিয়ে যান উত্তরা পূর্ব থানা হেফাজত থেকে । এ নিয়ে গঠন করা হয়েছে তদন্ত কমিটি ।
অভিযোগ উঠেছে,শাহ আলমকে হত্যা মামলার গ্রেফতার করে হাজতখানায় না রেখে রাখা হয় ওসির কক্ষে । তিনি পালাতে সক্ষম হয়েছেন পুলিশ সদস্যের অবহেলার কারণে ।
এদিকে শিক্ষার্থীরা ঘোষণা করেছে যে, আজ রাত ১১টার মধ্যে ওসি শাহ আলমকে গ্রেফতার করা না হলে উত্তরা পূর্ব থানা অচল করে দেওয়া হবে ।