আজ ৯ আগস্ট রোজ শনিবার ডিএমপির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীতে ট্রাফিক আইন অমান্য করার দায়ে গত দুই দিনে ৩ হাজার ৫৫৯টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
এই বিজ্ঞপ্তিতে বলা হয়, “গত বৃহস্পতিবার ও শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক বিভাগ এক বিশেষ অভিযান পরিচালনা করে এসব মামলা দায়ের করা হয়। আইন ভাঙার মধ্যে ছিল হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো, লাইসেন্সবিহীন গাড়ি চালানো, নিষিদ্ধ স্থানে পার্কিং করা, সিগন্যাল অমান্য করা, কাগজপত্রের মেয়াদোত্তীর্ণ থাকা এবং অতিরিক্ত যাত্রী পরিবহন করাসহ নানা ধরনের আইনত অপরাধ।
এই অভিযানকালে ৪৩২টি গাড়িকে ডাম্পিং করা হয় এবং ১১৬টি গাড়ি রেকার করে নেওয়া হয় থানায় । ডিএমপি এই জানায়, রাজধানীর সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং দুর্ঘটনা প্রতিরোধ করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সড়কে চলাচলকারী সব যানবাহনের চালক ও যাত্রীদের ট্রাফিক আইন মেনে চলতে হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে অব্যাহত থাকবে কঠোর ব্যবস্থা ।
Tasin/Digital Khobbor