প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে গাজীপুরে সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনকে হত্যা মামলায় আরও তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই হত্যা মামলায় এখন পর্যন্ত মোট সাতজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপ-কমিশনার রবিউল হাসান এই বিষয়ে জানান, “হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- ফয়সাল ওরফে কেটু মিজান, তার স্ত্রী গোলাপী বেগম, স্বাধীন, আল আমিন ও সুমন। ফয়সালসহ তিনজনকে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকা থেকে, আল আমিনকে রাজধানীর উত্তরার তুরাগ এলাকা থেকে এবং স্বাধীনকে হোতাপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।“
এরপর অতি শীঘ্রই মামলার অন্য দুই আসামিকেও গ্রেপ্তার করে পুলিশ। পাবনার পাচবাড়িয়া এলাকার বাসিন্দা ও ভাড়াটিয়া মো. ফয়সাল হাসান (২৩) এবং কুমিল্লার হোমনা থানার বাসিন্দা মো. শাহ জালালকে (৩২) ময়মনসিংহের গফরগাঁও থানা থেকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করেছে ।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এই হত্যাকাণ্ডে গ্রেফতার হওয়া আসামীদের বিষয়ে জানায়, “গ্রেপ্তার হওয়া সবাই হত্যাকাণ্ডে জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। এ বিষয়ে আজ শনিবার বিস্তারিত তথ্য প্রকাশ করার কথা রয়েছে বলে জানান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
Tasin/Digital Khobor