ঢাকার ত্রিমোহনী এলাকার কাদেরিয়া তাহেরিয়া মাদ্রাসার এক শিক্ষার্থী নাঈম (৯) আজ গতকাল আড়াইটার পর থেকে নিখোঁজ রয়েছে। শিশুটির পরিবার এই বিষয়ে জানায়, মাদ্রাসার সিসিটিভি ফুটেজে দেখা গেছে, নাঈম হেঁটে যাচ্ছে মাদ্রাসার পেছনের দিকে । এরপর থেকে আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না তার।
ওই সময় নাঈমের পরনে ছিল সাদা পাঞ্জাবি ও মাথায় ছিল টুপি। পরিবারের সদস্যরা জানান, দুপুর আড়াইটার পর থেকে তাকে আর কোথাও দেখা যায়নি।
নাঈমের দুলাভাই সামাজিক যোগাযোগমাধ্যমে তার দেওয়া এক পোস্টে লিখেন,
“আমার ছোট শালা নাঈম ত্রিমোহনী কাদেরিয়া তাহেরিয়া মাদ্রাসার ছাত্র। মাদ্রাসার কম্পাউন্ড থেকে আড়াই টার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সিসিটিভি ফুটেজ থেকে দেখা গেছে, সে পেছনের দিকে গেছে, কিন্তু তারপর তার আর কোনো খোঁজ নেই।”
“ওর বয়স নয় বছর। ওর পরনে সাদা পাঞ্জাবি আর মাথায় টুপি ছিল। আমি আমার পরিচিত-অপরিচিত সবাইকে অনুরোধ করছি যে, নাঈমকে খুঁজতে আমাদের সাহায্য করুন। বনশ্রী, নন্দীপাড়া, ত্রিমোহনী এলাকায় যারা থাকেন, দয়া করে বেশি করে শেয়ার করুন। থানায় জিডি করা হয়েছে।”
নাঈমের দুলাভাই সেখানে যোগাযোগের নম্বর দিয়ে দেনঃ
নাঈমের সন্ধান পেলে যোগাযোগ করুন: ০১৬৭৭-৫৫৬৭৮৬
পুলিশের কাছে সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে বলে জানান,
তাদের পরিবারের পক্ষ থেকে জানা গেছে, ঘটনার পরপরই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ইতোমধ্যে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অনুসন্ধান শুরু করেছে এবং আশপাশের এলাকাগুলোর সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করছে।
Tasin/DBN