গতকাল ৮ জুলাই ২০২৫ তারিখে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঢাকা মহানগরসহ দেশের সকল বিভাগ ও জেলা পর্যায়ে চালের মূল্য স্থিতিশীল রাখা ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে একযোগে পরিচালনা করে বাজার তদারকি কার্যক্রম ।
দেশের বিভিন্ন এলাকায় অধিদপ্তরের এ উদ্যোগে চালের অস্বাভাবিক দাম বৃদ্ধি ও বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা প্রতিহত করার লক্ষ্যকে উদ্দেশ্য করে এই অভিযান চালানো হয়।
ঢাকা মহানগরীতে একযোগে মোট ১১টি টিমের অভিযানে যা দেখা গেলোঃ
রাজধানী ঢাকায় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ১১ জন কর্মকর্তার নেতৃত্বে গঠন করা হয় মোট ১১টি তদারকি দল । মোহাম্মদপুর কৃষি মার্কেট, টাউন হল বাজার, বাবুবাজার, মিরপুর-২, মিরপুর-৬, শাহ আলী মার্কেট, আগারগাঁও তালতলা বাজার, উত্তরা বিডিআর বাজার ও জহুরা মার্কেট এলাকায় এ দলগুলো অভিযান পরিচালনা করে।
তদারকির সময় অনেক প্রতিষ্ঠানকে মূল্য তালিকা না টানানোর কারণে, অধিক দামে চাল বিক্রি করার কারণে, ওজনে কম দেওয়ার কারণে, এবং ভোক্তা অধিকার বিরোধী নানা কার্যক্রমে জড়িত থাকার কারণে করা হয় এমন জরিমানা। এসব অপরাধে মোট ১৮টি প্রতিষ্ঠানকে ১,২৫,৫০০ (এক লক্ষ পঁচিশ হাজার পাঁচশত) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
তদারকি কার্যক্রম চলেছে ৪২টি জেলায়
ঢাকার বাইরেও সারা দেশের ৪২টি জেলায় তদারকি কার্যক্রম পরিচালনা করে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ৬৩টি টিম বাজার । এই অভিযানে চাল, আটা, ডালসহ নিত্যপ্রয়োজনীয় সকল পণ্যের দাম ও সরবরাহ পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করা হয়।
তদারকির সময় ভোক্তা অধিকার লঙ্ঘনের দায়ে জরিমানা আরোপ ও আদায় করা হয় ১১৩টি প্রতিষ্ঠানকে মোট ১০,৫৭,৫০০ (দশ লক্ষ সাতান্ন হাজার পাঁচশত) টাকা ।
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভোক্তা অধিকার রক্ষায় জাতীয় নিয়মিতভাবে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে।
এ ধরনের তদারকি কার্যক্রমে সংশ্লিষ্ট সকল ব্যবসায়ী ও বাজার সংশ্লিষ্টদের সাধারণ ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে এবং পণ্যের ন্যায্যমূল্য বজায় রাখতে সহযোগিতা কামনা করা হয়েছে।
চালের দাম নিয়ন্ত্রণে নজরদারি জোরদার
ঢাকায় ১৮টি প্রতিষ্ঠানকে জরিমানা
সারাদেশে ১১৩টি প্রতিষ্ঠানে মোট আদায়কৃত জরিমানা করা ও আদায় করা হয়: ১৩,৮৩,০০০ টাকা
Tasin/DBN