আজ ৯ এপ্রিল রোজ বুধবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত বিনিয়োগ সম্মেলন শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিনিয়োগকারীদের আস্থা নির্বাচিত সরকারের প্রতি বেশি থাকে, কারণ তারা এখন চায় গণতান্ত্রিক প্রক্রিয়ার ধারাবাহিকতা । তিনি বলেন, অর্থনৈতিক অগ্রগতি সম্ভব যদি গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকে , আর সেটি একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে শুরু হতে হবে।
তিনি দাবি করেন, বিএনপির রাজনীতি মূলত হচ্ছে বিনিয়োগকেন্দ্রিক, এবং বিএনপির নীতির ফসল হল গার্মেন্টস ও প্রাইভেট সেক্টরের বিকাশ । তিনি আরও বলেন, ২০০১ সালে বিএনপি সরকারের সময় প্রবৃদ্ধি ছিল ৭.০৬%, যা এখনো অব্যাহত থাকলে তা ছাড়িয়ে যেত আরও ১০ শতাংশ । বর্তমানে সেই ধারায় ব্যাঘাত ঘটেছে ।