শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ অভিযোগ করেছেন।
৯ ফেব্রুয়ারি রোজ রোববার ভোলার লালমোহনে মাদ্রাসা প্রধানদের সঙ্গে এক বৈঠক করার সয়ম একথা বলেন তিনি , আলেম ওলামারা আওয়ামী লীগ সরকারের শাসনামলে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন। তিনি দাবি করেন যে ভারতের প্রভাব বাংলাদেশকে তাদের অঙ্গরাজ্যের চেয়েও অনেক খারাপ অবস্থায় নিয়ে গিয়েছিল।
তিনি সভায় আরও বলেন, ৫ আগস্ট এ শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি, এটি আল্লাহর বিচার, যা হচ্ছে এদেশের জনগণের দোয়ার ফল। ফ্যাসিবাদী দুঃশাসন থেকে মুক্তি পেয়েছে আমাদের এ দেশ।