দাবি উঠেছে সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি বাতিল করার । সিরাজগঞ্জের নেতাদের অভিযোগ, কমিটিতে ত্যাগী ও বিপ্লবীদের বাদ দিয়ে নেতা নির্বাচন করা হয়েছে পক্ষপাতমূলকভাবে । ৯ ফেব্রুয়ারি রোজ রবিবার এক সংবাদ সম্মেলনে তারা ছয় ঘণ্টার মধ্যে এই কমিটি বিলুপ্তির আল্টিমেটাম দেন, অন্যথায় তারা হুঁশিয়ারি দেন ‘উত্তরবঙ্গ ব্লকেড’ কর্মসূচি করার ।
উক্ত সংগঠনের রাজশাহী বিভাগীয় সমন্বয়ক মাহিন সরকার আলোচনা করার পরও এই বিতর্কিত কমিটি ঘোষণা করা হয়েছে বলে অভিযোগ করা হয়। ইতোমধ্যে পদত্যাগ করেছেন ৩০ জন সদস্য এবং কেন্দ্রীয় কার্যালয়ে তাদের পদত্যাগপত্র অতি শীঘ্রই পাঠানো হবে বলে জানানো হয়েছে।