প্রতিনিধি
বরিশাল বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের কমিটি বিলুপ্ত করেছে সংগঠনের কেন্দ্রীয় কমিটি। দুই বছর মেয়াদের কমিটি প্রায় আট বছর পার করেছে।
কমিটি বিলুপ্ত করায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের পদপ্রত্যাশী নেতা-কর্মীরা সন্তোষ প্রকাশ করেছেন। তাঁরা বলেছেন, দীর্ঘদিন ধরেই পুরোনো কমিটি বিলুপ্ত করে নতুন নেতৃত্ব প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন। দেরিতে হলেও কেন্দ্রীয় কমিটির এই সিদ্ধান্তে তাঁরা খুশি। এতে ক্যাম্পাসে ছাত্রদলের রাজনীতি গতিশীল হবে। নতুন পরিস্থিতিতে ছাত্রদলকে ইতিবাচক রাজনীতির মডেল হিসেবে গড়তে চান তাঁরা।গতকাল সোমবার দিবাগত রাতে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বরিশাল বিশ্ববিদ্যালয় ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটি বিলুপ্তির বিষয়টি জানানো হয়। এতে উল্লেখ করা হয়, শিগগিরই এ দুই ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হবে।
২০১৬ সালে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের প্রথম কমিটি গঠিত হয়। যেখানে রেজা শরিফকে সভাপতি করে আংশিক কমিটি প্রকাশ করা হয়েছিল। পরে ২০২১ সালে রেজা শরিফ ও হাসান আল হাসিবকে সাধারণ সম্পাদক হিসেবে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কমিটি থাকলেও ক্যাম্পাসে কোনো কর্মসূচি পালন করতে দেখা যায়নি। বর্তমানে ওই কমিটির শীর্ষ পাঁচজনের কারও ছাত্রত্ব নেই। কেউ বিদেশে আছেন; কেউবা দেশে চাকরি করছেন।
সংগঠনটির বিলুপ্ত কমিটির নেতারা অবশ্য দাবি করেছেন, ছাত্রলীগের সন্ত্রাসীদের দমন-নির্যাতনে তাঁরা প্রকাশ্যে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারেননি। কমিটি বিলুপ্ত হওয়ার পর সাবেক সভাপতি রেজা শরিফ ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। এতে তিনি উল্লেখ করেছেন, ‘দীর্ঘ আট বছর বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেছি। হয়তো কিছু সফলতা ছিল, অনেক ব্যর্থতা ছিল। প্রাণের সংগঠন বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের জন্য শুভকামনা।’