আমীরে জামায়াতের সঙ্গে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির মানবাধিকার বিষয়ক উপদেষ্টার সাক্ষাৎ
আজ ৮ সেপ্টেম্বর রোজ সোমবার বেলা ১১টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধির মানবাধিকার বিষয়ক উপদেষ্টা মিস হুমখান। রাজধানীর বসুন্ধরায় আমীরে জামায়াতের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় জাতিসংঘের আবাসিক প্রতিনিধির মানবাধিকার বিষয়ক জুনিয়র উপদেষ্টা ব্যারিস্টার তাজরিয়ান আকরাম খান মিস হুমা খানের সঙ্গে ছিলেন। সাক্ষাতের শুরুতেই মিস হুমা খান আমীরে জামায়াতের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করেন ও দোয়া করেন। পরবর্তীতে উভয়পক্ষই পারস্পরিক মতবিনিময় করেন সুন্দর এবং আন্তরিক পরিবেশে।
মিস হুমা খান গত ২৯ জুলাই রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতিসংঘ মানবাধিকার সংস্থার আয়োজিত ‘জুলাই স্মরণ সভায়’ আমীরে জামায়াত প্রদত্ত বক্তব্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। আলোচনায় তাঁরা বাংলাদেশে বিদ্যমান মানবাধিকার পরিস্থিতি, গুম-খুনের বিচারসহ সামগ্রিক বিষয় নিয়ে খোলামেলা মতবিনিময় করেন। মিস হুমা খান জামায়াতে ইসলামীর প্রস্তাবিত সংস্কার কর্মসূচি সম্পর্কে জানতে চাইলে তাঁকে বিস্তারিত অবহিত করেন জামায়াতে আমীর।
প্রসঙ্গত, এসময় আমীরে জামায়াত জাতিসংঘ প্রতিনিধিদলকে বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক ‘জুলাই শহীদদের’ স্মরণে প্রকাশিত ইংরেজি সংস্করণের ১২ খণ্ডের বই উপহার দেন।
আমীরে জামায়াতের নায়েবে আমীর সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান প্রমুখ সঙ্গে উপস্থিত ছিলেন ।