আজ ৮ মার্চ রোজ শনিবার বিশ্ব নারী দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সকল প্রকার সুযোগ-সুবিধা ও মর্যাদার দাবিদার রয়েছেন পুরুষের মতো নারীদেরও । নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিনি রাতের বেলা দেওয়া এক স্ট্যাটাসে এ কথা বলেন।
ব্যক্তিগত জীবনে তারেক রহমান নারীদের গুরুত্ব তুলে ধরে বলেন, তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি তার মা, স্ত্রী ও মেয়ে । নারীদের নিরাপত্তা ও ক্ষমতায়নের ওপর তিনি জোর দেন এবং আহ্বান জানান সহনশীল ,ন্যায়পরায়ণ ও বৈষম্যহীন সমাজ গঠনের ।
তিন আরও বলেন, বিএনপি নারীদের জন্য নিরাপদ ও সুরক্ষিত সমাজ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ, যেমনটি করেছিল বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি সরকার ।