আজ ৮ মার্চ রোজ শনিবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে নারী দিবসের অনুষ্ঠানে গভীর উদ্বেগ প্রকাশ করেন নারীদের ওপর সাম্প্রতিক সহিংসতার ঘটনাগুলোর । তিনি বলেন, নারীদের নিরাপত্তা ও সমঅধিকার প্রতিষ্ঠায় সরকার অঙ্গীকারবদ্ধ এবং প্রয়োজনে তা নিশ্চিত করবে সামরিক শক্তি প্রয়োগ করে ।
তিনি উল্লেখ করেন, নারীরা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল জুলাই আগস্ট অভ্যুত্থানে , তবে তারা সমাজে এখনো পিছিয়ে আছে অনেকক্ষেত্রে । সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে নারীর অর্থনৈতিক ক্ষমতা অর্জন করার জন্য , যেমন—দুস্থদের আর্থিক সহায়তা, ক্ষুদ্র ঋণ, প্রশিক্ষণ, কর্মজীবী নারীদেরকে হোস্টেল ও ডে কেয়ারের ব্যবস্থা করে দেওয়া।
এছাড়া, তিনি নিন্দা জানান যে, দেশে অস্থিরতা সৃষ্টি করতে পতিত স্বৈরাচার বিনিয়োগ করছে বিপুল পরিমাণ অর্থ , তাই সতর্ক থাকতে হবে আমাদের সবাইকে ।