৭ ফেব্রুয়ারি রোজ শুক্রবার সন্ধ্যায় গাজীপুরে সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এসময় ছাত্র-জনতা স্থানীয়দের মারধরের শিকার হয়েছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছে ।
শিক্ষার্থীরা এই বিষয়ে জানায়, সন্ধ্যায় অপরিচিত এক নাম্বার থেকে ফোন দিয়ে আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে ছাত্র প্রতিনিধি আটকের খবর দেয়া হয়। এরপর সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় এক সমন্বয়ক’সহ ছাত্র-জনতার ২০/৩০ জনের একটি দল যায় । এসময় মসজিদের মাইকে ডাকাতি হচ্ছে এমন খবর ছড়িয়ে দেয় স্থানীয়রা। পরে এলাকাবাসী সকলে ঐক্যবদ্ধ হয়ে ছাত্রদের ওপর চড়াও হয়। অন্তত ২০ জন এই মারধরে আহত হয় ।
পরে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে । এরপর তাদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ৫ জনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে অবস্থা গুরুতর হওয়ার কারণে । হামলার ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা রাতেই বিক্ষোভ মিছিল করেছে । এদিকে,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সচিব সারজিস আলম আহতদের খোঁজখবর নিতে হাসপাতালে যান ।