পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, ভারতে হামলার শিকার বাংলাদেশি মিশনগুলোর ভিসা সেকশন বন্ধ রাখা হয়েছে ।
আজ ৮ জানুয়ারি রোজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান তিনি ।
ভারতের মুম্বাই, কলকাতা ও চেন্নাইয়ের বাংলাদেশ মিশনগুলো থেকে ভারতীয় নাগরিকদের জন্য ‘সীমিত’ করা হয়েছে পর্যটক ভিসা -এই প্রসঙ্গ বুধবার থেকে আলোচনায়, এ বিষয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে এমন তথ্য জানান উপদেষ্টা ।
বাংলাদেশে নির্বাচনের আগে ভারতীয়দের জন্য ট্যুরিস্ট ভিসা স্থগিত করা হয়েছে, নাকি বন্ধ করা হয়েছে, এমন প্রশ্ন করেন সাংবাদিকরা।
উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমার কাছে এ ধরনের কোনো সিদ্ধান্ত নেই। আমি যেটা করেছি, আমাদের যে মিশনগুলোতে সমস্যা সৃষ্টি হয়েছে, সেখানে আমরা আপাতত ভিসা সেকশন বন্ধ রাখতে বলেছি। এটা নিরাপত্তার কারণে।’
এ সময় যুক্তরাষ্ট্রের ভিসা বন্ডের আওতায় আসার বিষয়েও জানান উপদেষ্টা।
তৌহিদ হোসেন বলেন, যুক্তরাষ্ট্রে সামাজিক সুরক্ষা গ্রহণকারীদের তালিকায় শীর্ষে বাংলাদেশিরা রয়েছেন। এ কারণে ভিসা বন্ডের আওতায় পড়েছে বাংলাদেশ।
এ সময় বিভিন্ন দেশে অবৈধ অভিবাসনের দায় আগের সব সরকারের বলেও মন্তব্য করেন তিনি।
প্রসঙ্গত, ২০ ডিসেম্বর নয়াদিল্লি এবং ২২ ডিসেম্বর শিলিগুড়িতে অবস্থিত বাংলাদেশ ভিসা সেন্টারে হিন্দু উগ্রপন্থি জঙ্গিরা হামলা ও ভাঙচুর চালায়। এ ছাড়া ২০২৪ সালের ৫ আগস্টের পর ভারতের বিভিন্ন স্থানে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক মিশনে সহিংস হামলার ঘটনা ঘটে। এসব ঘটনার পাশাপাশি ভারতীয় কর্তৃপক্ষ বাংলাদেশিদের ভিসা প্রদান কার্যক্রম সীমিত করে। যার জেরে সেখানে বাংলাদেশিদের যাতায়াত বাধাগ্রস্ত হচ্ছে।

